ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহ ক্রিকেট লীগে দীপু সায়েম স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ময়মনসিংহ ক্রিকেট লীগে দীপু সায়েম স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ ফারমার্স ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৫ এ দীপু সায়েম স্মৃতি সংসদ এক ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ক্রিকেট লিগে দীপু সায়েম স্মৃতি সংসদ স্থানীয় পণ্ডিতপাড়া ক্রীড়া চক্রের মুখোমুখী হয়।



প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় পণ্ডিতপাড়ার ইনিংস। পরে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ ওভার ২ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দীপু সায়েম স্মৃতি সংসদ। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী দলের তুষার আহম্মেদ রুবেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৩ ও ২০১৪ সালেও দীপু সায়েম স্মৃতি সংসদ এ লিগে চ্যাম্পিয়ন হয়। ক্লাবটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়ানুরাগী ও তার দলের সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।