ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক মিলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক মিলার ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। গত বছর পাঞ্জাব প্রদেশের এই দলটির নেতৃ্ত্ব দেন অস্ট্রেলিয়ান জর্জ বেইলি।

তবে বেইলির সঙ্গে এবার আর চুক্তির মেয়াদ বাড়ায়নি দলটি।

এ প্রসঙ্গে পাঞ্জাব দলের কোচ সঞ্জয় বাঙ্গার জানান, অধিনায়ক হিসেবে মিলারই হচ্ছেন দলের সেরা একজন ক্রিকেটার।

২৬ বছর বয়সী মিলার ২০১১ সাল থেকে পাঞ্জাবের সঙ্গে রয়েছেন। আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে দলের মূল ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেন এই প্রোটিয়া। ২০১১ আইপিএলের আসরে ইংল্যান্ড অলরাউন্ডার দিমিত্রি মাসকারেনহাসের পরিবর্তে দলে আসেন এ প্রোটিয়া ব্যাটসম্যান।

২০১৫ আইপিএলে মিলার পাঞ্জাবের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের বেশি করেন। তবে গত বছরটি দলটির বাজে সময় কেটেছে। দলটি আসর শেষ করে তালিকায় সবার পেছনে থেকে।

কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াড: ডেভিড মিলার, স্বপ্নিল সিং, মুরালি বিজয়, ঋদ্ধিমান সাহা, ঋষি ধাওয়ান, কাইল অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোনিস, প্রদীপ সাহু, আনুরিত সিং, সন্দীপ শর্মা, ফারহান বেহারদিন, শারদুল ঠাকুর, মোহিত শর্মা, মানান ভোরা, গুরকিরাত সিং, আক্সার প্যাটেল, নিখিল নায়েক, মিচেল জনসন, শন মার্শ, কেসি চারিঅাপ্পা, আরমান জাফর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।