ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালেও একই পরিকল্পনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সেমিফাইনালেও একই পরিকল্পনা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু থেকেই বেশ দক্ষভাবে খেলার প্রবনতা দেখা গেছে বাংলাদেশের টপঅর্ডারে। উইকেটে সেট হয়ে তবেই রান তোলার দিকে ছোটার নির্দেশনা ছিল টিম ম্যানেজমেন্টের।

নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এমন পরিকল্পনা তেমন কাজে না আসলেও মিডলঅর্ডারে জাকির-মিরাজের ব্যাটে ঠিকই ম্যাচ জিতে নেয় টাইগার যুবারা।

তাই বুঝি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও শুরুর পরিকল্পনাতেই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল!

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে তেমনই ইঙ্গিত দিলেন যুব দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা খেলবো। সেমিফাইনালে আমরা পাওয়ার-প্লে ব্যবহার করবো, এরকম কোনো চিন্তা নেই। যেরকম বল হবে আমরা সেরকম ভাবেই খেলবো। যদি তারা বাজে বল করে তাহলে সেভাবেই পানিশ করবো। ভালো বল করলে সতর্ক থেকে খেলবো। বাড়তি  কোনো পরিকল্পনা নেই। ’
 
ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসান অবশ্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার বাস্তবায়ন মাঠে করতে পারেননি। আগের ম্যাচগুলোতে ওপেনিং ‍জুটি যেমন লম্বা হয়নি, সেই সাথে থেমেছিলো রানের চাকা। যা কিনা পরের ব্যাটসম্যানদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। পরের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারায় সেটি অবশ্য চিন্তার কারণ হচ্ছে না। তাইতো টপঅর্ডারের দুই-একজনের ব্যর্থতায় বিচলিত নন শান্ত, ‘টপঅর্ডারের দুই ব্যাটসম্যান রান করেনি বলে টিম হেরে যাবে, এমন না। ’

তরতাজা কিছু সুখস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে তাদের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয় সহজ করে দিচ্ছে স্বাগতিকদের পরিকল্পনাকেও, ‘তাদের নিয়ে পরিকল্পনা করা সহজ হচ্ছে। কারণ, আমরা তাদের বিপক্ষে ম্যাচ খেলেছি। এর আগে তাদের ভিডিও দেখেছি ।   ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ক্রিকেটারকেই আমরা চিনি। এটা আমাদের জন্যে অ্যাডভানটেজ। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।