ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বড়দের পথেই হাঁটছে ছোটরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
বড়দের পথেই হাঁটছে ছোটরা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডেতে স্বপ্নের মতো সময় পার করেছে মাশরাফি-সাকিবদের বাংলাদেশ দল। গেল বছরে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের বিপক্ষে অনায়াসে হোম সিরিজ জিতেছে তারা।

জাতীয় দলের সাফল্যের এ ধারা যেন অনুসরণ করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ঘরের মাঠের যুব বিশ্বকাপে বাংলাদেশের জুনিয়র দল পৌঁছে গেছে সেমিফাইনালে। ফাইনালে উঠতে হলে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। যুব দল ফাইনালে উঠলে সেটা হবে অনেক বড় গৌরবের। বড়দের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের পথে হেঁটে বাংলাদেশকে বড় একটি গৌরব এনে দিতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কয়েকটি  সেশনে দীর্ঘ সময় ধরে অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন স্টুয়ার্ট ল। তরুণ ক্রিকেটারদের স্বপ্ন, অনুভূতির কথা খুব কাছ থেকে জেনেছেন এ অস্ট্রেলিয়ান। স্টুয়ার্ট  মনে করেন বড়দের দেখানো সাফল্যের পথেই হাঁটতে চায় ছোটরাও।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে স্টুয়ার্ট বলেন, গত দুই সপ্তাহে ছেলেদের অনেক উন্নতি হয়েছে। জাতীয় দলের সাফল্যের ধারায় অনুপ্রাণিত হয়েই এমন হচ্ছে। ছোটরা চেষ্টা করছে বড়দের সাফল্যের মতো কিছু করে দেখাতে। আমরা প্রতিদিন উন্নতি করতে চাই। ছেলেরা উন্নতির জন্য অনেক কঠিন পরিশ্রম করছে। ’

চূড়ান্ত সাফল্য পেতে হলে ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে সতর্ক হতে বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই কোচ, ‘আমরা খেলোয়াড়দের উন্নতি করতে এবং একই ভুল বারবার না করা দেখতে চাই। দলে কয়েকজন খেলোয়াড় খুবই ছোট। তারা একই ভুল বারবার করে ফেলছে। ’

‘শিগগিরই তারা এটা বুঝতে পারবে যে, এ রকম করতে থাকলে তারা ভবিষ্যতে তেমন ভালো কিছু করতে পারবে না। আমি শুধু তাদের এগিয়ে যাওয়া দেখতে চাই। দক্ষতা, ফিটনেস এবং দৃষ্টিভঙ্গির উন্নতিটা বেশি জরুরি। ’-যোগ করেন স্টুয়ার্ট ল।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।