ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফ সেমিতে ইংলিশদের বিশাল সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
প্লে-অফ সেমিতে ইংলিশদের বিশাল সংগ্রহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টম মুরস ও জ্যাক বার্নহামের ব্যাটে ভর করে নামিবিয়া যুবাদের ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। জয়ী দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হবে।



বুধবার (১০ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া অ-১৯ দলের অধিনায়ক জেন গ্রিন। আবহওয়াজনিত কারণে ম্যাচের দৈর্ঘ্য দুই ওভার কমিয়ে দেন ম্যাচ অফিসিয়ালরা।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংলিশ যুবারা। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭০ রান তুলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন জ্যাক বার্নহাম ও টম মুরস।

ওয়ানডাউনে নামা বার্নহাম ১০৯ রানের চমৎকার ইনিংস উপহার দেন। তবে শতক থেকে ১৫ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ওপেনার মুরস। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান স্যাম কারান ২২ ও অধিনায়ক ব্র্যাড টেইলর ২৩ রান করে আউট হন।

নামিবিয়ানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন বাঁহাতি পেসার ফিটজ কোয়েতজে। ডানহাতি মিডিয়াম পেসার বার্টন জ্যাকবস নেন দু’টি। একটি করে উইকেট নেন ওয়ারেন ভ্যান উইক, ক্রিস্টিয়ান অলিভার ও পেট্রাস বার্গার।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।