ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফ সেমিতে ইংলিশদের উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
প্লে-অফ সেমিতে ইংলিশদের উড়ন্ত জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড যুবাদের বোলিং তোপে ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮৩ রানেই গুটিয়ে গেল নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। ২০৩ রানের দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার যুব বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা।



বুধবার (১০ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্লে-অফ সেমিফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নামে নামিবিয়ার যুবারা। আবহওয়াজনিত কারণে ম্যাচের দৈর্ঘ্য দুই ওভার কমিয়ে দেন ম্যাচ অফিসিয়ালরা। টম মুরস ও জ্যাক বার্নহামের ব্যাটে ভর করে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়ানরা। ইংলিশ বোলিংয়ের সামনেই দাঁড়াতেই পারেনি তারা। শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ৮৩ রানেই নামিবিয়ার ইনিংস থেমে যায়। সবোচ্চ ২৪ রান আসে চার নম্বরে নামা লোহান লোরেন্সের ব্যাট থেকে।

ইংলিশদের হয়ে দুই লেগস্পিনার ম্যাসন ক্রেন তিনটি ও ড্যান লরেন্স দু’টি উইকেট তুলে নেন। বাঁহাতি পেসার জর্জ গার্টন নেন দু’টি। একটি করে উইকেট লাভ করেন অফস্পিনার ব্র্যাড টেইলর ও পেসার সাকিব মাহমুদ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংলিশ যুবারা। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭০ রান তুলে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন জ্যাক বার্নহাম ও টম মুরস।

ওয়ানডাউনে নামা বার্নহাম ১০৯ রানের চমৎকার ইনিংস উপহার দেন। তবে শতক থেকে ১৫ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ওপেনার মুরস। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান স্যাম কারান ২২ ও অধিনায়ক ব্র্যাড টেইলর ২৩ রান করে আউট হন।

নামিবিয়ানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন বাঁহাতি পেসার ফিটজ কোয়েতজে। ডানহাতি মিডিয়াম পেসার বার্টন জ্যাকবস নেন দু’টি। একটি করে উইকেট নেন ওয়ারেন ভ্যান উইক, ক্রিস্টিয়ান অলিভার ও পেট্রাস বার্গার।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন জ্যাক বার্নহাম।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম

** প্লে-অফ সেমিতে ইংলিশদের বিশাল সংগ্রহ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।