ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসর ভাবনা পুনর্বিবেচনা করবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
অবসর ভাবনা পুনর্বিবেচনা করবেন আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: টি-২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেবেন। কথাটা আগেই বলেছিলেন শহীদ আফ্রিদি।

তবে পরিবার ও বন্ধুবান্ধবের ‘চাপের মুখে’ নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ১ মার্চ ৩৬-এ পা দেবেন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা অলরাউন্ডার আফ্রিদি। পাকিস্তানের জার্সি গায়ে তিনি এখন শুধু টি-২০ ফরমেটে খেলছেন। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (৮ মার্চ শুরু) শেষে অবসরের ঘোষণা দেওয়ার কথা থাকলেও এবার তা পুনর্বিবেচনা করছেন ‘বুমবুম’ আফ্রিদি।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমার ওপর অনেক চাপ আসছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়াটা ঠিক হবে না। সেক্ষেত্রে আমি খেলতে পারি। এখনো কোনো সত্যিকারের প্রতিভা পাকিস্তান ক্রিকেটে আসেনি যার যায়গাটা আমি নিচ্ছি। ’

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক যোগ করেন, ‘বর্তমানে আমার পরিবার, বন্ধুবান্ধব সহ সিনিয়ররাও অনেক প্রেসার দিচ্ছে। আমি টি-২০ থেকে অবসর নিই এটা কেউই চাচ্ছে না। এটা বিশাল চাপ। এখন সত্যিকার অর্থে আমি শুধু বিশ্বকাপেই চোখ রাখছি। এটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। ’

বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে আশাবাদী আফ্রিদি, ‘প্রথমেই আমি দেখতে চাই, পাকিস্তান বিশ্বকাপের কোন অবস্থানে দাঁড়াবে। নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আমি প্রস্তুত। নিজেকে নিয়েও বিশ্লেষণ করতে চাই। নিজের ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট। এখানে এনার্জি নিয়ে খেলার বিকল্প নেই। আমি ক্রিকেটটা উপভোগ করছি। কিন্তু, বিশ্বকাপ শেষেই সবকিছু (অবসর প্রসঙ্গ) পরিষ্কারভাবে বলতে পারবো। ’

এদিকে, বিশ্বকাপের আগে আফ্রিদির নেতৃত্বে এশিয়া কাপ মিশনে মাঠে নামবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।