ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শের-ই-বাংলায় বাঘের গর্জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
শের-ই-বাংলায় বাঘের গর্জন ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দৌড়া বাঘ আইলো… বাংলাদেশের দর্শকদের একটি প্রচলিত বচন। বাংলাদেশের খেলা মানেই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গ্যালারির দর্শকদের হাতের প্ল্যাকার্ড-সবত্রই দেখা যায় এমন।

আর প্রতিপক্ষ যদি হয় ভারত, তাহলে উচ্ছ্বাস তো মাত্রা ছাড়াবেই! 

শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচের শুরু থেকেই পুরো গ্যালারিতে থেমে থেমে উঠছে বাঘেদের গর্জন। ভারতের একেকটি উইকেট পতন আর সেই সাথে মিরপুরের গ্যালারি ব্র্যাঘ্র গর্জনে মাতোয়ারা। মাঠের ২২ গজে মাশরাফি, মাহমুদউল্লাহ, আল-আমিনদের থাবায় ভারত যখন দিশেহারা তখন গ্যালারি থেকে অনবরত সাহস যুগিয়ে যাচ্ছেন গ্যালারির বাঘেরা।
 
মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে কয়েকজন তো পুরোদস্তুর বাঘই সেজে এসেছেন। শরীরে বাঘের আল্পনার সাথে হাতেও এনেছেন খেলনা বাঘ। এতে বাঘের ভীড়ে শের-ই-বাংলা স্টেডিয়াম যেন ছোট্ট এক সুন্দরবন!

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।