ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দলের ব্যাটিং কোচ মিজানুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নারী দলের ব্যাটিং কোচ মিজানুর মিজানুর রহমান বাবুল/ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মার্চে ভারতে বসবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আসন্ন এ আসরে জাহানারা আলম, সালমাদের নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান বাবুল।



এর আগে নারী দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনকে পছন্দ করে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চেয়েছিলেন এবারের বিপিএলে মাশরাফি বিন মতুর্জার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো কোচ সালাহউদ্দিনকে। তবে, তিনি পর্যাপ্ত সময় দিতে পারবেন না জানালে মিজানুর রহমানকে নারী দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন মিজানুর রহমান।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল বর্তমানে বিকেএসপিতে অবস্থান করছে। সেখানে তিনি লাল-সবুজের প্রতিনিধিদের ব্যাটিং নিয়ে সময় ব্যয় করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।