ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের পঞ্চম আর পাকিস্তানের দ্বিতীয়’র হাতছানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ভারতের পঞ্চম আর পাকিস্তানের দ্বিতীয়’র হাতছানি ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত।   মুখোমুখি লড়াইয়ে দুই দল এই পর্যন্ত খেলেছে ৬টি ম্যাচ, যার মধ্যে পাকিস্তানের জয় মাত্র ১টিতে আর ভারতের ৪টিতে।

বাকি একটি ম্যাচ টাই হয়েছে।  

এশিয়া কাপ ক্রিকেটের তেরোতম আসরে শনিবার (২৭ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বারুদে ঠাসা এই দুই দলের ম্যাচে উত্তেজনা যেমন মাঠে থাকে, তেমনি থাকে গ্যালারিতেও। সেই ধারাবাহিকতায় আজ মিরপুরেও এর ব্যতিক্রম দেখা যাবেনা।

এদিকে  মিরপুরে আজ  পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা দুই টি-টোয়েন্টি জয়ের হাতছানি থাকছে। মজার ব্যাপার হলো, এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে ভারতের শেষ জয়টি এসেছিল। ২০১৪ সালের ২১ মার্চ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম জয়টি ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর। জোহানেসবার্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি ফরমেটে দলটির বিপক্ষে প্রথম জয়সহ প্রথম আসরেই শিরোপ ঘরে তোলে ভারত।

দ্বিতীয় জয়টি ছিল ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর কলম্বোয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে সুপার এইট পর্বে মোহাম্দ হাফিজ বাহিনীকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত।

আর হাফিজদের বিপক্ষে ধোনিদের তৃতীয় জয়টি আসে ২০১২ সালের ২৮ ডিসেম্বর। সে বছর পাকিস্তান ভারত সফরে গেলে আহমেদাবাদে দুই ম্যাচ সিরিজির দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফ্রিদিদের ১১ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় জয়ের দেখা পায় টিম ইন্ডিয়া।

এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছিল সে সফরেই। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।