ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় এসে ভারতকেই এগিয়ে রাখলেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ঢাকায় এসে ভারতকেই এগিয়ে রাখলেন গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি / ছবি: সংগৃহীত

ঢাকা: আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। উত্তেজনাকর এ ম্যাচের আগে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়াকে ফেভারিট মানছেন ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশ সফরে আসা গাঙ্গুলি এমনটাই জানিয়েছেন।

এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কথার যুদ্ধ। ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যেও বিরাজ করে বাড়তি উত্তেজনা।

তবে, উত্তেজনার ঘাটতি রয়েছে গাঙ্গুলির মাঝে। রূপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় আসেন গাঙ্গুলি। রূপায়ন সিটির একটি অনুষ্ঠান শেষে তিনি জানান, টিম ইন্ডিয়া ম্যাচটি জিতবে। কারণ পাকিস্তানের থেকে ভারতের স্কোয়াড বেশ শক্তিশালী। আর দলটায় এতটাই ব্যালান্সড যে পাকিস্তানের থেকে এগিয়ে রাখা যায় ধোনির দলকে। ’

সম্প্রতি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে। অজিদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারায় তারা। নিজেদের মাটিতে শ্রীলঙ্কাকে হারায় ২-১ ব্যবধানে। আর সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে ভারত টি-টোয়েন্টিতে শীর্ষ ৠাংকিং ধরে রেখেছে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে মিশন শুরু করে তারা।

গাঙ্গুলি আরও যোগ করে বলেন, ভারত-পাকিস্তান ম্যাচটি ঢাকার মাটিতে হওয়ায় তা নিরপেক্ষ ভেন্যু হিসেবে মূল্য পাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের জন্য অবশ্যই এটা বিশেষ কিছু। জমজমাট একটি লড়াই হওয়ার কথা। তবে, ম্যাচটি কিন্তু ভারতের হাতের মুঠোতেই থাকবে।

ঢাকা থেকে শনিবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন গাঙ্গুলি। তবে, যাবার আগে এশিয়া কাপে বাংলাদেশে থাকা ভারতকেই ফেভারিট জানিয়ে গেলেন তিনি।

এর আগে ভারতের বিপক্ষে পাকিস্তান ৬টি টি-টোয়েন্টির ম্যাচে নেমেছিল। কাগজে-কলমেও এগিয়ে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ টাই হয়। আর বাকি ৫টি ম্যাচের চারটিতেই জিতেছে ভারত।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।