ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজ দেশের জন্যই হুমকি জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
নিজ দেশের জন্যই হুমকি জয়াবর্ধনে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার এমন ভূমিকাকে সমালোচনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

মাহেলা লঙ্কান ক্রিকেটারদের গোপন তথ্য ফাঁস করে দেবেন বলেও দেশটির ক্রিকেট বোর্ড শঙ্কা প্রকাশ করছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা সংবাদমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে জাতীয় দল থেকে অবসরে যাওয়া একজন ক্রিকেটার নিজের দেশকে ফেলে অন্যকোনো দেশের পরামর্শক হিসেবে কাজ করবেন, এটা মেনে নেওয়া কষ্টকর। জয়াবর্ধনে কাজটি মোটেই ভালো করেনি।

তিনি আরও বলেন, জয়াবর্ধনে ক্রিকেট থেকে মাত্রই অবসর নিয়েছে। আর একজন ব্যাটিং পরামর্শক হতে হলে কোনো ক্রিকেটারের অন্তত দুই বছর সময় লাগে। একটি দলের সকল ব্যাটসম্যানের সঙ্গে কাজ করার জন্য অভিজ্ঞ হতে হয়।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে দুই টেস্টের সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেন মাহেলা। এবার দ্বিতীয় মেয়াদে বিশ্বকাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে আরও ১০ দিনের জন্য কাজ করবেন তিনি। লঙ্কানদের সাবেক দুই কোচ ট্রেভর বেলিস এবং পল ফারব্রেস বর্তমানে ইংল্যান্ড দলের দায়িত্ব পালন করছেন। আর তাদের চাওয়াতেই মাহেলা সেখানে যেতে আগ্রহী হন।

ভারতের মাটিতে বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। দলের অভ্যন্তরীণ তথ্য ফাঁস করতে পারেন এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না লঙ্কান বোর্ড। বোর্ড সভাপতি সুমাথিপালা জানান, মাহেলার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের আশঙ্কা হচ্ছে দলের গোপনীয় তথ্যগুলো তিনি ফাঁস করে দেবেন কি না। তিনি এখন প্রতিপক্ষ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। যেহেতু তিনি মাত্রই জাতীয় দল থেকে বের হয়েছেন। দলের অনেক দুর্বলতা তার জানা আছে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারতেন।

লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি আরও যোগ করেন, মাহেলা কোনো দেশের ঘরোয়া ক্রিকেট লিগ, ক্লাব কিংবা প্রাদেশিক কোনো দলের কোচ হিসেবে যেতে পারতেন। কিন্তু, বিশ্বকাপের মতো মেগা কোনো ইভেন্টে তার নিজ দেশের প্রতিপক্ষ দলের পরামর্শক হওয়াতে আমরা বেশ হতাশ। আরেকটি জাতীয় দলের কোচিং দায়িত্ব নেয়ার আগে মাহেলার অন্তত আরও দুই বছর অপেক্ষা করা উচিত ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।