ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের চারের বিপরীতে ভারতের দুই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পাকিস্তানের চারের বিপরীতে ভারতের দুই ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে পাক-ভারত মহারণ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে স্নায়ুক্ষয়ী এই ম্যাচে পাকিস্তানের পাঁচ পেসারের বিপরীতে ভারতীয় দলে খেলছেন দুই পেসার।



ভারতের উইকেটে কাঁপন ধরাতে পাকিস্তান দলের পেসাররা হলেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ সামি।

অন্যদিকে ভারতীয় দলের পেস আক্রমণে আছেন আশিষ নেহরা ও জাসপ্রিত বুমরাহ।

এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেমেছিলেন চার পেসার নিয়ে। এবার মিরপুরের তরতাজা ঘাসের উইকেটে চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে দল সাজান পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের লড়াই বিষয়টি আগে থেকে অনুমেয় থাকলেও টিম ইন্ডিয়ার বোলার কমিয়ে ব্যাটসম্যানদের আধিক্য ও টিম পাকিস্তান’র ব্যাটসম্যন কমিয়ে বোলারের আধিক্য যেন তাই-ই প্রমাণ করলো। তবে, ম্যাচের যে অবস্থা তাতে কোনঠাসাই বলতে হবে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।