ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘টাইগারদের বোলিং দুর্দান্ত, আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
‘টাইগারদের বোলিং দুর্দান্ত, আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত’ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের পঞ্চম ম্যাচে রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচে নামার আগে বাংলাদেশের বোলিংকে সমীহই করছেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

তবে নিজ দলের ব্যাটসম্যানদের নিয়েও আত্মবিশ্বাসী তিনি।
 
সংবাদমাধ্যমকে মালিঙ্গা বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং বিভাগ বেশ ভালো। আমরা সবাই তা জানি। বাংলাদেশ যদি তাদের সেরাটা নিয়ে প্রস্তুত থাকে, আমরাও ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত আছি। কী করতে হবে, তা আমাদের জানা আছে। টাইগারদের বোলিং দুর্দান্ত, আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত।
 
বাংলাদেশের পেস অ্যাটাকে দারুণ ভূমিকা রাখছেন কাটার মাস্টার ‍মুস্তাফিজ। এ বাঁহাতি পেসার জ্বলে উঠলে যে কোনো দলের জন্যই জয় পাওয়া কঠিন হয়ে উঠে। সেই মুস্তাফিজ প্রসঙ্গে মালিঙ্গা জানান, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুস্তাফিজ দারুণ এক সম্পদ। সে সত্যিই খুব ভালো খেলছে। ’

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।