ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরেই স্টেইনের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মাঠে ফিরেই স্টেইনের তাণ্ডব

ঢাকা: প্রায় দু’মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ইনজুরি থেকে ফিরেই গতির ঝড় দেখান এই প্রোটিয়া পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের আগে স্টেইন হুঙ্কারও দিয়ে রাখলেন অজিদের।

ঘরোয়া ক্রিকেট লিগে ওয়েস্টার্ন প্রোভিঞ্চ (পশ্চিম প্রদেশ) ক্রিকেট ক্লাবের হয়ে গতির ঝড় তোলেন ৩২ বছর বয়সী এ ডানহাতি পেসার। ক্লারেমন্টে ডব্লিউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রিমিয়ার লিগে সেইন্ট অগাস্টিনের বিপক্ষে মাঠে নেমে ১০ ওভার বল করে তুলে নিয়েছেন ৫টি উইকেট। তাতে মাত্র ১৩ রান খরচ করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ (৪, ৬ ও ৯ মার্চ) ও টি-২০ বিশ্বকাপে (৮ মার্চ শুরু) চোখ রাখছেন স্টেইন। কাঁধের ইনজুরিতে ভুগলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে ক্রিকেট সাউথ আফিকা (সিএসএ)। গত বছরের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন প্রোটিয়া ‘পেস দানব’।

প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ আট টেস্টের মধ্যে ছয়টি ম্যাচই মিস করা স্টেইন আসন্ন সিরিজ নিয়ে জানান, আমি শতভাগ ফিট। অজিদের বিপক্ষে মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছিনা। ইনজুরিকে তিন সপ্তাহ আগেই বিদায় বলেছি। তাই নিজেকে পুরোপুরি ফিট হিসেবে মেনে নিয়ে সেরাটা দিতে পেরেছি। আসন্ন সিরিজেও আমাকে এভাবেই দেখা যাবে।

অগাস্টিনের বিপক্ষে স্টেইন নিজের প্রথম স্পেলে ৫ ওভার বল করেন। তাতে ২ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট। দ্বিতীয় স্পেলে ফিরে আরও ৫ ওভার বল করে ১১ রানের বিনিময়ে তুলে নেন আরও দুটি উইকেট। তার বোলিং গতিতে আর দুর্দান্ত সুইংয়ে প্রতিপক্ষ দলটি ‍মাত্র ৪২ রানেই গুটিয়ে যায়। ম্যাচে তিনটি মেডেনও পান স্টেইন।

ভারত সফরে (গত বছরের নভেম্বর-ডিসেম্বরে) কুঁচকির ইনজুরির পর ইংল্যান্ড সিরিজে নতুন করে কাঁধের ইনজুরিতে অাক্রান্ত হন প্রোটিয়া এই পেসার। ইংলিশদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও (৫টি ওয়ানডে ও দু’টি টি-২০) তিনি দলের বাইরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।