ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরেই অনুশীলনে তামিম

স্পোর্টস করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
দেশে ফিরেই অনুশীলনে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাবা হওয়ার সুখানুভূতি এখনো কাটেনি তামিম ইকবালের। গতকালই (২৮ ফেব্রুয়ারি) পুত্র-সন্তানের জনক হয়েছেন তিনি।

পিতৃত্বের স্বাদ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফিরেই চলে এলেন মিরপুরের নেটে, ব্যাটিং অনুশীলন করতে।    
   
রোববার সকালেই তামিম ও তার স্ত্রী আয়েশার সংসার আলো করে আসে পুত্র সন্তান। সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য চলমান এশিয়া কাপে খেলছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

আগামী বুধবার (০২ মার্চ) এশিয়া কাপের গুরুত্বপূর্ন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তামিম দলে না থাকায় প্রথম তিনটি ম্যাচেই ধুঁকেছে বাংলাদেশের ওপেনিং জুটি।

নতুন করে তামিমকে স্কোয়াডে যোগ করাও সম্ভব নয় বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা। তবে কেউ ইনজুরিতে পড়লে তামিমকে স্কোয়াডে আনা যেতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসকে/এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।