ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিপ ইয়ারেই ঘটেছিল ক্রিকেটের সবচেয়ে বড় অঘটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
লিপ ইয়ারেই ঘটেছিল ক্রিকেটের সবচেয়ে বড় অঘটন ছবি : সংগৃহীত

ঢাকা: চার বছর পর ফেব্রুয়ারি মাস বাড়তি এক দিন পেল।   আজ (সোমবার) ক্যালেন্ডারের পাতায় যুক্ত হয়েছে ২৯ ফেব্রুয়ারি।

লিপ ইয়ারের এ দিনটাকে অনেকেই বাড়তি দিন হিসেবে দেখছেন।   জন্মদিন কিংবা বিবাহের দিন হলে তার বার্ষিকী পালন করতে হবে চার বছর পর! এ জন্য অনেকের কাছেই এ দিনটি অপছন্দের।   
 
দিনটি পছন্দের হোক আর অপছন্দের হোক এদিনে ক্রিকেট বিশ্বে ঘটে গেছে সবচেয়ে বড় অঘটনটা। ২০ বছর আগে লিপ ইয়ারের দিনে (২৯ ফেব্রুয়ারি, ১৯৯৬)  তখনকার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল ক্রিকেটে নতুন আসা দল কেনিয়া।

বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিকে হারিয়ে বিস্ময়েরই জন্ম দিয়েছেল কেনিয়া। লারা, চন্দরপল, বিশপ, অ্যাডামস, অ্যামব্রোস, ওয়ালসদের দলকে ৭৩ রানের বড় ব্যবধানেই হারিয়ে দেয় কেনিয়ানরা।

পুনের নেহরু স্টেডিয়ামে স্টিভ টিকোলো,  হিতেস মোদি ও টমাস ওদোয়োর ব্যাটে কেনিয়ার করা ১৬৬ রানের জবাব দিতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দুই অঙ্কের ঘরে পৌঁছেন কেবল শিবনারায়ন চন্দরপল (১৯) ও রজার হারপার (১৭)।   ১৭টি রান আসে অতিরিক্ত থেকে।

২০০৩ বিশ্বকাপে আরও বড় অঘটন ঘটায়  দলটি। ২০০৩ সালের বিশ্বকাপে   কেনিয়া  সেমিফাইনালে উঠে সমগ্র ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ওই বছরই দলটি আইসিসি কর্তৃক ওয়ানডে স্ট্যাটাস পায়, যা ২০১৩ সাল পর্যন্ত বলবৎ ছিল। ২০১৪ সালের জানুয়ারিতে  বিশ্বকাপ বাছাইয়ের ফলাফলের প্রেক্ষিতে তারা ওয়ানডে খেলার মর্যাদা হারায়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।