ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে দলের উন্নতিতে খুশি টাইগার কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
টি-টোয়েন্টিতে দলের উন্নতিতে খুশি টাইগার কোচ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডেতে বাংলাদেশ অসাধারণ এক দল হয়ে উঠলেও টি-টোয়েন্টিতে সেরকম কিছুই হচ্ছিলো না। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে থেকেও সিরিজ নিজেদের করতে পারেনি মাশরাফিবাহিনী।

টি-টোয়েন্টির উন্নতি নিয়ে হতাশাটা তখন বাড়ে আরও। তবে এশিয়া কাপে ঠিকই টি-টোয়েন্টির ভাষা বুঝতে শিখেছে ক্রিকেটাররা।

প্রত্যাশিত জয় এসেছে আরব আমিরাতের বিপক্ষে। পাকিস্তানকে হারিয়ে এখন ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ।   টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। দলের উন্নতি চোখে পড়ছে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের। দলের এ পরিবর্তনে খুশি তিনি।

মঙ্গলবার (০১ মার্চ) বাংলাদেশ দলের হেড কোচ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা গত কিছুদিনে এমন অনেক কিছু করেছি, যা আগে করিনি। আমরা আগে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারায়নি, সেটা এবার করেছি। ফলে আমরা এখন নতুন যা করবো, সেটা আগে করা হয়নি। এখন আমরা সেই আশাতেই আছি। ’

এশিয়া কাপের শুরুতে সাকিব আল হাসান ছন্দ পাচ্ছিলেন না ব্যাটে-বলে। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের ফর্মে ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন হাথুরু। তামিম ইকবাল স্কোয়াডে ফেরায়ও স্বস্তি ফিরেছে কোচের মনে, ‘সাকিব অসাধারণ খেলছে। গত ম্যাচে আপনারা যদি খেয়াল করেন, সাব্বিরের সাথে তার জুটিটাই ছিলো মূল ব্যাপার। সে যে জয়াসুরিয়ার উইকেট নিলো, ওটাও ছিলো টার্নিং পয়েন্ট। ওরা একটা জুটি করে ফেলছিলো। সে বাইরে বল করলো এবং এরপর ম্যাথুসের অসাধারণ একটা ক্যাচ নিল। আর তামিম গত এক বছরে হাজারের বেশি রান করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। টপ অর্ডারে আমাদের সেরা ব্যাটসম্যান সে। ওর সামর্থ্যের একজনকে ফিরে পাওয়া সবসময়ই দলের জন্য ভালো। ’

শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বিরের ৮০ রানের অসামান্য ইনিংসে ভর করেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। ডানহাতি এ ব্যাটসম্যানের  প্রশংসায়ও পঞ্চমুখ  হাথুরুসিংহে, ‘সাব্বির  গত কয়েক বছরে ক্রিকেটে আসা সেরা প্রতিভাদের একটা। আমি সাব্বিরের ব্যাটিং এবং রিয়াদ যেভাবে কাজটা করছে, তাতে খুব খুশি। টি-২০ তে ধারাবাহিকভাবে এক-দুই জনের রান করা কঠিন। ফলে এখানে গ্রুপ ধরে পারফর্ম করা জরুরি। ’

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।