ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন কিউই কিংবদন্তি মার্টিন ক্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
চলে গেলেন কিউই কিংবদন্তি মার্টিন ক্রো ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। মাত্র ৫৩ বছর বয়সে অকল্যান্ডে মৃত্যু হয় তার।

ক্রিকেটীয় জীবন ছাড়াও ক্রো একাধারে লেখক, প্রকাশক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১২ সাল থেকে লিম্ফোমা নামে কঠিন এক রোগে ভুগছিলেন মার্টিন ক্রো।

মার্টিন ক্রো ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। ১৯৮২ সালে মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক হয়। আর খুব দ্রুতই নিজেকে দারুণ একজন ব্যাটসম্যান হিসেবে যোগ্য করে তোলেন।

ক্রো’র অধীনে এখনও কিউইদের হয়ে সর্বোচ্চ ১৭টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে। তার সর্বোচ্চ রান ছিলো ২৯৯ শ্রীলঙ্কার বিপক্ষে। যা সম্প্রতি অবসর নেওয়া ব্র্যান্ডন ম্যাককালাম ক্রো’র রেকর্ড ভাঙেন।

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপে ক্রো’র অধীনে চমক দেখায় নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দারুণ খেলে সেমিফাইনালে সে সময়কার চ্যাম্পিয়নস পাকিস্তানের কাছে হার মানে।

১৯৯৫ সালে ৩৩ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন ডানহাতি অলরাউন্ডার মার্টিন ক্রো। অবসরের আগে তিনি ৭৭ টেস্টে ৪৫.৩৬ গড়ে ৫৪৪৪ রান করেন। আর ১৪৩টি ওয়ানডেতে ৩৮.৫৫ গড়ে ৪৭০৪ রান করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।