ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা খেলার প্রতিশ্রুতি তাসকিনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
সেরা খেলার প্রতিশ্রুতি তাসকিনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: রোববার (৬ মার্চ) এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী এই ম্যাচটি টাইগারদের জন্য ভীষণ উপভোগ্য হবে বলে মত দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।



এদিকে ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ের হাতছানি, তাই বেশ উদ্বেলিত টিম বাংলাদেশ। আর ম্যাচের দিন টাইগাররা নিজেদের মেধার সঠিক প্রয়োগ করতে পারলে ভারতের বিপক্ষে দারুণ কিছু করা সম্ভব বলে মনে করেন তাসকিন।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে গণমাধ্যমের সামনে এভাবেই ফাইনালের আগে নিজের অনুভূতি ব্যক্ত করেন তাসকিন আহমেদ।

এসময় তিনি ভারতের বিপক্ষে সেরা খেলাটি খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘এশিয়া কাপের আগে আমরা দুই মাস ভালো প্রস্তুতি নিয়েছি। শুধু ভালো প্রস্তুতিই নয় আমরা আগের তিনটি ম্যাচে ভালো খেলেছি এই সব কিছু থেকেই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ’

এদিকে, ভারতের বিপক্ষে জয় পেতে ম্যাচের দিন নিজেদের সেরা খেলাটি খেলতে পারলে দলটির বিপক্ষে ভালো হতে পারে বলেও জানান তাসকিন, ‘নিঃসন্দেহে ভারত পৃথিবীর একটা সেরা দল। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটি তাদের বিপক্ষে খেলতে পারি, তাহলে ভাল কিছু হওয়া সম্ভব। তাদের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা ৫০-৫০। ’

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।