ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বাজে পারফর্মে তদন্ত কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
পাকিস্তানের বাজে পারফর্মে তদন্ত কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলমান এশিয়া কাপের আসরে ফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। দলের এমন বাজে পারফর্মের কারণ উদঘাটন করতে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।



এশিয়া কাপে এবারের আসরের শুরু থেকেই ম্লান ছিল গতবারের রানারআপ পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচেই দলটি ৫ উইকেটে হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। অস্তিত্ব রক্ষার দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেলেও ফাইনাল উঠার লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিদায় নেয় এশিয়া কাপের এবরের আসর থেকে।

এর পরই পাকিস্তান দলের ক্রিকেটার আর কোচিং স্টাফদের নিয়ে শুরু হয় সমালোচনা। ফলে, পিসিবি তদন্ত কমিটি গঠন করে।

পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে ক্রিকেট কমিটির চেয়ারম্যান শাকিল শেখকে। তার অধীনে কাজ করবেন দেশটির বর্তমান টেস্ট দলপতি মিসবাহ উল হক। এছাড়া এই দলে রয়েছেন ইউনুস খান। রয়েছেন চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ এবং সাবেক ক্রিকেটার ইকবাল কাসিম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।