ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপেই মন তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
এশিয়া কাপেই মন তামিমের ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম সন্তান জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাংকক থেকে দেশে ফিরে মিরপুরে ব্যাটিং অনুশীলনে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন তামিম ইকবাল। পেসার মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে স্কোয়াডে আসাও নিশ্চিত হয়ে যায় ওই দিনই।



স্ত্রী’র পাশে থাকতেই দুবাইয়ে পিএসএলের ফাইনাল-সেমিফাইনাল না খেলেই চলে গিয়েছিলেন ব্যাংককে। সেখানেই ভূমিষ্ট হয় তার প্রথম সন্তান। তামিমের ছেলে আরহাম খান ও স্ত্রী আয়শা  সিদ্দিকি এখন অবস্থান করছেন ব্যাংককেই।

শুক্রবার (০৪ মার্চ) মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। বাংলাদেশ-ভারত ৬ মার্চের ফাইনাল ম্যাচ নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেন এ বাঁহাতি ওপেনার। মনটা কি ব্যাংককে-এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘নাহ। প্লেন থেকে নামার পর মনটা আমার এশিয়া কাপে। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।