ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রাহাতের ‘টিকিট-যুদ্ধজয়’

জনি সাহা, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
রাহাতের ‘টিকিট-যুদ্ধজয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছিলেন। হাতাহাতির জেরে পুলিশের দৌড়ানি খেয়ে ছত্রভঙ্গ হয়েছিলেন।

তাতে খানিকটা আঘাতও পেয়েছিলেন। তবে হাল ছাড়েননি। আবার লাইনে দাঁড়িয়েছেন। খেয়ে-না খেয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা এমন ‘যুদ্ধের’ পর জয়ী হয়েছেন রাহাত। হাতে পেয়েছেন সোনার হরিণ ‘টিকিট’। রোববার (৬ মার্চ) বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ফাইনালের বহুল কাঙ্ক্ষিত টিকিট।

রাহাত রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। শনিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মিরপুরে সংশ্লিষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ‘যুদ্ধজয়ী বীর’ বেশে টিকিট নিয়ে বের হন তিনি।

তখনই তার সঙ্গে আলাপ হয় বাংলানিউজের। রাহাত বলেন, সকাল ৮টায় দাঁড়াইছি। অনেক দৌড়ানি খাইছি ভাই। লাইনের ধাক্কাধাক্কি সামাল দিয়ে শেষ পর্যন্ত এখন এই টিকিটটা পেলাম।

বাংলানিউজকে টিকিট দেখিয়ে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন রাহাত। তিনি বলেন, টিকিট পাইছি আমার লাক। হাতাহাতি-দৌঁড়ানির সময় আমার সাথে লাইনে দাঁড়ানো একটা লোকের পা ছিলে গেছে।

রাহাত বলেন, আরও মেলা লোক দাঁড়ানো। কয়জন টিকিট পাইবো কে জানে, তবে আমি পাইছি, এখন যাইয়া আরামসে ঘুমাই।

গ্রুপপর্বে দারুণ খেলে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে নামবে মাশরাফি বিন মুর্তজার লাল-সবুজের যোদ্ধারা।

এই ঐতিহাসিক লড়াইয়ের স্বাক্ষী হতে হাজারো ক্রিকেটানুরাগীকে শুক্রবার থেকেই টিকিট সংগ্রহে লাইন দিতে দেখা যায়। শনিবার ইউসিবি বন্ধ থাকলেও ক্রীড়ামোদীদের টিকিট দিতে বিকেলে চালু হয়েছে ব্যাংকের মিরপুর শাখা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।