ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জার্সি নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
টাইগারদের জার্সি নিয়ে তোলপাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের সম্ভাব্য জার্সি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাইগার ভক্তদের মাঝে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে এই জার্সি নিয়ে।

তবে, টি-টোয়েন্টিতে ভিন্ন জার্সি পরে খেলার চলও কিন্তু নতুন নয়।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা কোন জার্সি গায়ে জড়িয়ে খেলবেন তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে, বিশ্বকাপে বাংলাদেশের জার্সির স্পনসর প্রতিষ্ঠানের উদ্যোগে শনিবার (০৫ মার্চ) অনুশীলন চলার সময়ে নতুন জার্সিতে ফটোসেশন হয় বাংলাদেশ দলের।

নতুন জার্সিতে লাল ও সবুজ দুটি রংই রয়েছে। দুই ধরনের জার্সি জড়িয়ে টাইগারদের ফটোসেশন হয়। একটিতে ছিল লালের আধিক্য। এমনকি ট্রাউজারের রং লাল। হাতের অংশটুকু সবুজ। আর সেই জার্সি নিয়েই সমালোচনা শুরু হয়।

অনেকেই হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লাল রংয়ের জার্সি অনেকটা জিম্বাবুয়ের জার্সির মতো হয়ে গেছে। অনেকেই প্রশ্ন রেখেছেন বিশ্বকাপের আসরে বাছাইপর্বের ম্যাচে টাইগারদের এই জার্সি জড়িয়ে খেলতে দেখা যাবে কী না?

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।