ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জন্য ব্রিটিশ হাই কমিশনারের শুভকামনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
টাইগারদের জন্য ব্রিটিশ হাই কমিশনারের শুভকামনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের ফাইনালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার (০৬ মার্চ) সন্ধ্যায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তুমুল উত্তেজনা পূর্ণ এই ম্যাচটি ঘিরে গোটা দেশে ছড়িয়েছে উন্মাদনা।

তা থেকে বাদ যায়নি যায়নি কূটনীতিক পাড়াও।

এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোয় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।
 
এক টুইট বার্তায় ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনাও করেছেন তিনি।
 
এর আগে বুধবার (০২ মার্চ) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। এবারের এশিয়া কাপ প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।