ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পুনর্বাসন প্রক্রিয়া শুরু মুস্তাফিজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
পুনর্বাসন প্রক্রিয়া শুরু মুস্তাফিজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একচ্ছত্র দাপট দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেস আর কাটারে একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের।

প্রথম দুই ম্যাচেই নিয়েছিলেন ১১ উইকেট। এর পর বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেন মুস্তাফিজ।

বাংলাদেশের  পেস আক্রমণের সেরা এই বোলারটিই খেলতে পারছেন না ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল। চোটের কারণে ফাইনালের এক ম্যাচ আগেই শেষ হয়ে যায় মুস্তাফিজের এশিয়া কাপ।

ফাইনালে নামার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন টিম হোটেলে ভারত-বধের পরিকল্পনা আটতে ব্যস্ত, মুস্তাফিজ তখন মিরপুরের একাডেমিতে নিজেকে ফিট করার মিশনে। ফাইনালটা খেলতে না পারার আফসোসই ঝড়লো তার কন্ঠে, ‘কি আর করা, ইনজুরি তো খেলতে দিল না। ’

রোববার (০৬ মার্চ) সকালে মিরপুর একাডেমি মাঠে বেশ কিছুক্ষণ রানিং করার পর জিমে পুনর্বাসন প্রক্রিয়া ফিজিওর নির্দেশনা মোতাবেক কাজগুলো করেন মুস্তাফিজুর রহমান। আগের চেয়ে অনেকটা ভালো অনুভব করছেন বলে জানান এ বোলার।

মুস্তাফিজ এশিয়া কাপে নিজের শেষ ম্যাচ খেলেন ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচটিতে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন মুস্তাফিজ। সেই ম্যাচেই পেশিতে টান অনুভব করেন তিনি। ব্যথা আরও বাড়ায় পরদিন পরীক্ষা করানো হয় অ্যাপোলো হাসপাতালে। এমআরআই স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ডান দিকের চোট। দুই দিন বিশ্রামের পর মুস্তাফিজকে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।