ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জ্বলে উঠতে পারেন যারা

সোহেলুর রহমান, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
জ্বলে উঠতে পারেন যারা মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ও তাসকিন

ঢাকা: এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল শেষে এশিয়ার শ্রেষ্ঠত্বের স্মারক হাতে নিয়ে উঁচিয়ে ধরে আছেন টাইগার দলপতি মাশরাফি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উচ্ছাস-আনন্দের জোয়ার।



রোববার (০৬ মার্চ) রাতে স্বচক্ষে আর টেলিভিশনের পর্দায় কাঙ্ক্ষিত এই দৃশ্য দেখতে উন্মুখ হয়ে আছেন ১৭ কোটি বাংলাদেশি।

দেশ ও বিদেশের বাংলাদেশি দর্শকদের এ লালিত স্বপ্ন পূরণে; ভারতকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে আজ চোখ থাকবে অনেকের দিকেই।

তবে এবার বাজির দৌঁড়ে, সমর্থকদের দৃষ্টিতে এগিয়ে আছেন ৬ টাইগার। যাদের কাঁধে ভর করেই এশিয়ার ক্রিকটে চূড়ার স্পর্শ পেতে পারে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক ৬ টাইগারের কীর্তি ও টুকিটাকি।

মাশরাফি বিন মর্তুজা
কি কারণে যেন প্রতিপক্ষের নাম ভারত হলেই জ্বলে ওঠেন মাশরাফি। আজকের ফাইনালে তাকে ঘিরে অনেকটাই আবর্তিত হচ্ছে টাইগারদের স্বপ্ন।

ইতিহাসও কথা বলছে মাশরাফির পক্ষে। ২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ছিলেন নড়াইল এক্সপ্রেস। ওই ম্যাচে তার ৩৯ বলে ৩১ রান ও বল হাতে ৯ ওভারে ২ মেডেনে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট এনে দেয় ভারতের বিপক্ষে প্রথম জয়।

ভারতের বিপক্ষে দ্বিতীয় জয়ের নায়কও টাইগার দলনেতা মাশরাফি। ২০০৭’র ওয়ানডে বিশ্বকাপে ৩৮ রানে মাশরাফি ফিরিয়ে দিয়েছিলেন ভারতের ৪ বাঘা ব্যাটসম্যানকে।

সর্বশেষ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ফলে আজকের ম্যাচে বাংলাদেশের প্রথম জয়েক নায়ক আবারো নায়ক হয়ে উঠবেন এই প্রত্যাশায় বাংলাদেশিরা।

তামিম ইকবাল
তামিম ইকবাল। অবিসংবাদিতভাবে বাংলাদেশের ব্যাটিংয়ের সেরা বিজ্ঞাপন তিনি। আজকের ফাইনালে তিনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের নায়ক।

খেলাটা এশিয়া কাপ বলেই ইতিহাসও কথা বলছে তামিমের হয়ে। ২০১২ সালের এশিয়া কাপটা ‍মাত্র ২ রানের আক্ষেপে উঁচিয়ে ধরতে পারেননি তামিম। সেবার টানা ৪ ম্যাচে হাফ সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েন দেশসেরা এই ওপেনার।

এবারও সেই একই মঞ্চ। একই শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। বাংলাদেশিদের কায়মনে প্রার্থনা আজ জ্বলে উঠবেন তামিম।

প্রতিপক্ষ ভারত বলেই ভরসা যোগাচ্ছে ২০০৭ সালে ভারতের বিপক্ষে তামিমের সেই বিধ্বংসী ব্যাটিং। ওই ম্যাচে তার ব্যাটেই পরাজিত হয় ভারত।

এবার প্রতিযোগিতার শুরুতে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে ছিলেন না তামিম। কিন্তু মুস্তাফিজের অনাকাঙ্ক্ষিত চোট ও দেশের টানে দলে ফিরেছেন তামিম। এর আগে পাকিস্তানি পিএসএলেও দুর্দান্ত খেলা তামিমকে নিয়ে তাই বাজি ধরাই যায়।

সাকিব আল হাসান
সামর্থ্য প্রমাণের জন্য তার নামটিই যথেষ্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান সেরা অলরাউ‌ন্ডারের জ্বলে ওঠার প্রতীক্ষায় গোটা জাতি। চলতি এশিয়া কাপ, এরআগে বিপিএল ও সর্বশেষ পিএসএলে নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি তিনি।

তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আজকের মঞ্চে নিজেকে ছাপিয়ে যেতে পারেন তিনি। এই ফাইনাল দিয়েই  নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবেন সাকিব এ চাওয়া দেশবাসীর।

মুশফিকুর রহিম
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অনন্য তার ব্যাটিংশৈলীর জন্য। ইনিংসের মাঝামাঝি সময়টাতে  মূলত তাকেই ভরসা হিসেবে ধরা হয়।

ভারতের বিপক্ষে মহারণে দেশের অন্যতম এ ব্যাটিং স্তম্ভ আবারো জ্বলে উঠবেন। হাত ব্যাটেই হেসে উঠবে বাংলাদেশ। চলতি টুর্নামেন্ট ও পিএসএলে তেমন ভালো না করা মুশফিকের ব্যাট আজই জবাব দেবে রান খরায়, এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের।

এদিকে, আজকের ম্যাচ দিয়ে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিক। আজকের ম্যাচ দিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। নিজের ৫০তম ম্যাচে টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান হয়ে উঠবেন জয়ের নায়ক, হয়তো নিজেও তাই চাইছেন মুশফিক।

মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশের ক্রিকেটের বড় ম্যাচের তারকা তিনি। সাধারণত গড়পড়তা খেলা রিয়াদ নিজেকে চেনানোর জন্য খুঁজে নেন বড় মঞ্চকে। আজকের ফাইনাল তাকে তুলে ধরার অন্যন্য সুযোগ।

দল যখনই বিপাকে পড়ে তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হন তিনি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শেষদিকে তিনি পালন করেছেন গুরুদায়িত্ব।

এরআগে গত বিশ্বকাপে টানা দুই ম্যাচ সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েন তিনি। সেইসঙ্গে দূর করেন বিশ্বকাপে বাংলাদেশের সেঞ্চুরি খরা। পাকিস্তানের বিপক্ষে উইনিং শট খেলা রিয়াদের ব্যাট ও বোলিংয়ে আসবে প্রত্যাশিত জয়। সেই আশার বসতি কোটি ক্রিকেটপ্রেমীদের মনে।

তাসকিন আহমেদ
হঠাৎ ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ তুর্কি কাটার মুস্তাফিজ। কিন্তু তার অনুপস্থিতি দারুণভাবে সামাল দেওয়া পেসার তাসকিনের বলের গতিতেই আজ ভারতকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন টাইগারদের।

দারুণ পেস ও নিয়ন্ত্রিত আগুনঝড়া বোলিংয়ে ভারতের বাঘা ব্যাটসম্যানদের ঘায়েল করবেন তাসকিন, এমনটাই চাওয়া দর্শকদের।

আজ প্রতিপক্ষ ভারত বলেই তার কাছে এ চাওয়া। এই দলের বিপক্ষেই অভিষেক হওয়া তাসকিন মাত্র ৮ ওভার বল করে ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং। ফলে আজকের ম্যাচে জ্বলে ওঠতেই পারেন তাসকিন।

এছাড়াও জ্বলে উঠতে পারেন ড্যাশিং ব্যাটসম্যান সোম্য সরকার ও ব্যাটিং অলরা‌উন্ডার সাব্বির রহমান। তারাও এতে দিতে পরম আরাধ্য ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।