ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার নম্বর উইকেটে বাংলাদেশ-ভারত ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
চার নম্বর উইকেটে বাংলাদেশ-ভারত ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর কিছুক্ষণ পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ব্যাট-বলের ক্রিকেট যুদ্ধ। যুদ্ধ জয়ের মিশনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে মিরপুরে এ ম্যাচের উত্তাপ ছড়িয়েছে সকাল থেকেই।

ক্রিকেট ম্যাচে মাঠের উইকেট খুব গুরুত্বপূর্ণ। উইকেট দেখেই টসজয়ী দলকে নিতে হয় আগে ব্যাট বা বল করার সিদ্ধান্ত। বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি গড়াবে চার নম্বর উইকেটে। এই উইকেটেই ৪ মার্চ মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা।

অন্য ম্যাচগুলোর তুলনায় সে ম্যাচে বেশ ভালো রান উঠেছিল।   আগে ব্যাট করা শ্রীলঙ্কা দল ৪ উইকেট হারিয়ে করেছিল ১৫০ রান।   পাকিস্তান তা টপকে গিয়েছিল ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে। দু’দলের ইনিংসে উইকেট পড়েছিল মাত্র আটটি। সে হিসেবে এ ম্যাচেও ভালো স্কোরের আশা করাই যায়।

এশিয়া কাপের শুরুর ম্যাচগুলোতে উইকেটে প্রচুর ঘাস দেখা গেলেও শেষের ম্যাচগুলোতে রোলিং করে ঘাসের পরিমান কমিয়ে আনা হয়। ফাইনালের উইকেটে ঘাসের পরিমান আরও কমিয়ে আনায় শের-ই-বাংলায় চার-ছক্কার জমজমাট এক ফাইনাল দেখতেই পারেন আজ দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।