ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হয়ে গেছে দর্শকদের আনাগোনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
শুরু হয়ে গেছে দর্শকদের আনাগোনা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যচটি শুরু হতে বাকি এখনও বেশ কিছু সময়। তারপরেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম চত্বরে এখন থেকেই ভীড় করতে শুরু করেছেন দর্শকরা।



রোববার (৬ মার্চ) দুপুর ২টা থেকেই স্টেডিয়াম এলাকায় টাইগার ক্রিকেট সমর্থকদের এমন আনাগোনা চোখে পড়ে।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সমর্থন জনাতে হাতে লাল-সবুজের পতাকা, মাথায় পতাকা সম্বলিত রাবার ব্যান্ড এবং হাতে লাল-সবুজের রিস্ট ব্যান্ড পড়ে প্রিয় দল বাংলাদেশকে সমর্থন জানাতে এসেছেন এই সমর্থক গোষ্ঠী।

স্টেডিয়ামের গেট খুলবে বিকেল ৫টায়, তারপরেও বেশ কয়েক ঘণ্টা আগে এসে অধীর আগ্রহে গেট খোলার অপেক্ষা করছেন তারা।

এরমধ্যে কয়েকজনকে জিজ্ঞেস করা হলো, এত আগে কেন এসেছেন? উত্তরে টাইগার ভক্তরা জানান, ‘একেতো এশিয়া কাপের ফাইনাল, তারপরে আবার আমাদের দেশ খেলছে। তাই মাঠের টানে আর ঘরে থাকতে পারলাম না। তাছাড়া অনেক কষ্ট করে টিকিট পেয়েছি। ঠিক জায়গায় বসতে পারব কীনা সেই ভাবনা থেকেই আগে আসা। ’

বাংলাদেশ জিতলে কী করবেন? উত্তরে এই সমর্থক গোষ্ঠী জানান, ‘খুশিতে পাগল হয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ৬ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।