ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শঙ্কাটাই কি সত্যিতে রুপান্তর হচ্ছে! মিরপুরে কিছু আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে আবারো বৃষ্টির সঙ্গে শুরু হয় কালবৈশাখি ঝড়।

স্টেডিয়ামের সকল ফ্লাডলাইটের আলো নিভে যায়। পুরো স্টেডিয়ামও অন্ধকারে ঢেকে যায়। শেষ খবর পাওয়া অবধি মাঠের সব ফ্লাডলাইটের জ্বলে উঠেছে।

নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে না গড়ালে বাংলাদেশ-ভারত দুই দলই শিরোপা ভাগাভাগি করে নেবে। তবে, ৮ টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ওভার কমিয়ে দেওয়া হবে। আর ১০ টা ৪০ মিনিট পর্যন্ত খেলা না গড়ালে দুই দল শিরোপা ভাগাভাগি করবে দুই দল।

এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ‍নামতেই মূল উইকেট ঢেকে রাখার পাশাপাশি মাঠ থেকে ম্যাচ সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

রোববার (৬ মার্চ) দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবাহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা জানতে চাওয়া হয়। এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশের উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে মিরপুরে হবে কী না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলেও হতে পারে। ’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৬ মার্চ ২০১৬
আরএম/এমআর

** রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, টাইগার ভক্তদের মাঝে শঙ্কা

** ফাইনালে বৃষ্টির আশঙ্কা!  
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।