ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, টাইগার ভক্তদের মাঝে শঙ্কা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, টাইগার ভক্তদের মাঝে শঙ্কা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বারিধারা এলাকায় রোববার (০৬ মার্চ) বিকেল পৌনে ৬টার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় বৃষ্টির কোনো খবর ‍পাওয়া যায়নি।

কিন্তু সেখানে আকাশ বেশ মেঘলা রয়েছে।

এদিকে আবহাওয়ার হঠাৎ এ বিরুপ পরিবতর্ন টাইগার ভক্তদের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে। কারণ কিছুক্ষণের মধ্যে ভারতের বিরুদ্ধে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে টাইগারদের মাঠে নামার শিডিউল রয়েছে।

ঢাকায় এখন বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে পরবর্তী আধঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। তা ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত হওয়ার কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে। এতে বজ্রঝড়সহ কালবৈশাখীরও সম্ভাবনার কথা বলছেন অবহাওয়াবিদ আবদুল মান্নান।

এর আগে ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচেও চোখ রাঙায় বৃষ্টি। ওই ম্যাচ নিয়ে সে সময় শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত জয় হয় টাইগার ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।