ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টেডিয়ামের বাইরে উৎসুক মানুষের আনাগোনাই বেশি

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
স্টেডিয়ামের বাইরে উৎসুক মানুষের আনাগোনাই বেশি

মিরপুর থেকে: কিছুক্ষণ পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ব্যাট-বলের যুদ্ধ। ক্রিকেটের এ যুদ্ধে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরুর আড়াই ঘন্টা আগে বিকাল পাঁচটায় খুলে দেয়া হয় স্টেডিয়ামের গেট। ফাইনাল দেখার উচ্ছ্বাস নিয়ে গ্যালারিতে আসন নিচ্ছেন দর্শকরা।
 
এতক্ষনে গ্যালারির প্রায় অর্ধেকটা ভরে উঠেছে দর্শকের আগমনে। কিছুক্ষণ পর তো দর্শকে ভরে উঠবে পুরো গ্যালারি। তবে স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষের আনাগোনা, মানুষের ঢল। তবে এদের বেশিরভাগই মাঠের দর্শক নন!

আগে টিকিট সংগ্রহ করতে পারেননি, কালোবাজার থেকে চার-পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেনারও সামর্থ্য নেই! তবে তারা দুপুর গড়িয়ে সন্ধ্যা অবধি অপেক্ষা কেন করছেন? এমন প্রশ্নে স্থানীয় যুবক সোহেল জানান, ‘আসলে শত চেষ্টার পরও টিকিট সংগ্রহ করতে পারিনি। বাইরে থেকে এত বেশি দাম দিয়ে টিকিট কেনাও সম্ভব হয়নি। বাংলাদেশের খেলা শুরু হলে বাসায় চলে যাব। টিভিতে খেলা দেখবো। ’

তাহলে এখানে ভীড় কেন? সোহেল জানান, ‘আসলে হাজারো ক্রিকেটপাগল মানুষ আসছে, একটু আগে বাংলাদেশ দল বাসে চড়ে স্টেডিয়ামে ঢুকলো সেটা দেখলাম। সবার উৎসাহ দেখে যেতে ইচ্ছে করছে না। ’
 
সোহেলের মতো হাজারো উৎসাহী মানুষ ভীড় করেছেন স্টেডিয়ামের বাইরে। সবাই মাঠে ‍ঢুকবেন মনে হলেও এদের কাছে টিকিট নেই, খেলা শুরু হতেই বসে যাবেন টেলিভিশনের পর্দায়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।