ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলা শুরুর খবর কিছুক্ষণের মধ্যেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
খেলা শুরুর খবর কিছুক্ষণের মধ্যেই ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল কখন শুরু হবে সে খবর ম্যাচের আম্পায়াররা জানাবেন কিছুক্ষণের মধ্যেই। যদিও ৮টা ৪৫ মিনিটে এ খবর জানানো কথা হয়েছিল।

পরে সেটা আবারও খানিক্ষণ পিছিয়েছে।

ঝড়-বৃষ্টির পর ৮টা ৩০ মিনিটে প্রথম মাঠ পরিদর্শন করে ম্যাচের আম্পায়াররাই এ কথা জানান। তাদের সঙ্গে কথা বলছিলেন খেলার ধারাভাষ্যকার ‍রাসেল আর্নল্ড।

আর্নল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলার আগে বলেন, পিচ আগের মতোই শুষ্ক রয়েছে। এখন আম্পায়ারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু।

এরপর তিনি দুই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে তারা জানান, ম্যাচ শুরুর ইঙ্গিত এখনই দেওয়া যাচ্ছে না। ৮টা ৪৫ মিনিটের পর আমরা এ ব্যাপারে ইঙ্গিত দিতে পারি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/এইচএ/


** সাড়ে ৮টায় জানা যাবে কত ওভারের ম্যাচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।