ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলার জন্য প্রস্তুত মাঠ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
খেলার জন্য প্রস্তুত মাঠ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ’ এখন রাত তাই সূর্য় নেই বলে হেসে উঠেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো।

আর এই আলো বলছে, বৃষ্টি আর হানা না দিলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি।

রোববার (৬মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রচণ্ড ঝড়সহ বৃষ্টি শুরু হলে ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি হয়।

তবে সেই শঙ্কা এখন কাটিয়ে উঠেছে মিরপুর স্টেডেয়াম। পিচ ও আউট ফিল্ড থেকে কভার সরিয়ে নেওয়া হয়েছে। আউটফিল্ড পরিচর্যার কাজও সম্পন্ন প্রায়।  

গ্রাউন্ডসম্যান ও আম্পায়াররা এরই মধ্যে মাঠ পরিদর্শনের কাজটিও সেরে ফেলেছেন। কিছুক্ষণের মধ্যেই জানা কত ওভারে গড়াচ্ছে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এইচএল/এমজেএফ/


** মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা
** বৃষ্টি থেমেছে, ম্যাচ অফিসিয়ালস মাঠে
** ম্যাচ শুরুর শেষ সময় ১০টা ৪০ মিনিট
** ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন
** বলে বলে আপডেট বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।