ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ২৬ রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
সাকিবের ২৬ রানের আক্ষেপ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাট হাতে শুরুটা ভালো করলেও মাইলফলক ছুঁতে পারলেন না সাকিব আল হাসান। ৪৭ রান করলেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ও ১ হাজার রানের অভিজাত তালিকায় প্রবেশ করতেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কিন্তু, ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ২১ রান (১৬ বলে) করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ (৯ মার্চ) দিয়েই হয়তো মাইলফলক স্পর্শ করতে পারেন সাকিব। সেক্ষেত্রে, শহীদ আফ্রিদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়বেন ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। যেখানে সাকিবের প্রয়োজন আর মাত্র ২৬ রান।

টি-টোয়েন্টির ইতিহাসে আফ্রিদিই একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট হাতে ১ হাজার রানের পাশাপাশি বোলিংয়ে পঞ্চাশটি উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এবার সাকিবের পালা! ৫০ উইকেটের বাধা অনেক আগেই পেরিয়েছেন। অপেক্ষা হাজার রানের ঘরে প্রবেশ করা।

এমন রেকর্ড গড়তে আফ্রিদিকে খেলতে হয়েছিল ৬৯টি ম্যাচ। পাকিস্তান অধিনায়ক ইতোমধ্যেই ৯৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ক্যারিয়ারের ৪৭তম টি-২০ ম্যাচেই ‘বুমবুম’ আফ্রিদির কীর্তিতে ভাগ বসানোর সুযোগ পান সাকিব। এ অসাধারণ অর্জনের জন্য এশিয়া কাপের ফাইনালের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারত!

এখন পর্যন্ত ৪৭ টি-টোয়েন্টিতে ৯৭৪ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে ২০.৫৪ গড়ে নিয়েছেন ৫৫টি উইকেট। ইকোনমি রেট ৬.৬১।

এদিকে, হাজার রানের ঘরে প্রবেশ করলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান হবে সাকিবের। এর আগে ২৪ জন আন্তর্জাতিক ব্যাটসম্যান হাজার রান করেছেন। সাকিব হবেন ২৫তম।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।