ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গতি নেই রানে, ১২তম ওভারে দুই উইকেট পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
গতি নেই রানে, ১২তম ওভারে দুই উইকেট পতন ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরুতে তামিম ইকবাল ও সৌম্য সরকাররা যে রানের গতি দেখিয়েছিলেন তা ধরে রাখতে পারলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ফলে গতি এসেছে রানের গতি।

এরমধ্যে আবার ১২তম ওভারে পতন হয়েছে মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজার উইকেটের।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৮ রান।

১৪ রান করে ক্রিজে রয়েছেন সাব্বির রহমান। অপরপ্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ তখনও রানের খাতা  খোলেননি।

এক উইকেট করে নিয়েছেন জেজে বুমরাহ, ‍জাদেজা, অশ্বিন ও আশীষ নেহরা।

১১তম ওভারে মাত্র ৩ রান

দশম ওভারের শুরুতেই ফিরলেন সাকিব

নয় ওভারে দুই উইকেটে ৬৪ রান

৫২ বলে রান ছুঁলো ৫০

৭ম ওভারে দুই বাউন্ডারি, ১২ রান

ষষ্ঠ ওভারে এলো ৫ রান

পঞ্চম ওভারে সাজঘরে তামিম

চতুর্থ ওভারে ৩ বাউন্ডারির পর সাজঘরে সৌম্য

তিন ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৪ রান

দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ১১ রান

সৌম্যের ব্যাটে প্রথম ওভারে বাউন্ডারি ছাড়া অশ্বিন

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।