ঢাকা: ভারতের ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা পর্যাবেক্ষণ করেত পাকিস্তান সরকার বিশেষ টিম পাঠাতে যাচ্ছে। তবে এমন সময় ভিন্ন সুর তুললেন দলটির সাবেক অধিনায়ক ইমরান খান।
ইমরান খান বলেন, ‘হিমাচলের মুখ্যমন্ত্রী যে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে ম্যাচের বিরোধিতা করেছেন, তার পর পাকিস্তানের কখনওই ধর্মশালায় খেলা উচিৎ নয়। ’ পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি পাশাপাশি দেশটির প্রধান বিরোধী নেতা হিসাবে ইমরানের এই মন্তব্য এক কথায় তাৎপর্যের।
ইমরানের কথা পাকিস্তানের সাধারণ মানুষের একাংশের মনোভাব বলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, ‘হিমাচল মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, আতিথেয়তার মান আর সৌজন্য বিরোধী। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা সরাসরি পাকিস্তান বিদ্বেষ। ’
কিছুদিন আগে বীরভদ্র সিংহ জানিয়েছিলেন ধর্মশালায় পাকিস্তানের ম্যাচটিতে হামলার আশঙ্কা রয়েছে। পরে তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেন। তবে বিসিসিআইয়ের সেক্রেটারী আনুরাগ ঠাকুর জানিয়েছিলেন ম্যাচটি ধর্মশালাতেই হবে।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস