ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিম ইন্ডিয়াকে লিভারপুলের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
টিম ইন্ডিয়াকে লিভারপুলের অভিনন্দন

ঢাকা: ষষ্ঠবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

আর এমন সাফল্যে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল লিভারপুল।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২১ রানের জবাবে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। দুই উইকেট হারিয়ে জয় পাওয়া ভারতকে লিভারপুলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরপর অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়।

লিভারপুল তাদের পোস্টে লিখেছে ‘The day keeps getting better! Congratulations to Team India on winning the 2016 Asia Cup!’

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের ঠিক আগ মুহূর্তেই জয় পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লন্ডনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামে অলরেডসরা। ম্যাচের ৪৮ মিনিটে গোল হজম করে ৭২ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে। পরে ম্যাচের অতিরিক্ত ও অন্তিম মুহূর্তে বেলজিয়ামের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনতেকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।