ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালায় বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ধর্মশালায় বাংলাদেশ ক্রিকেট দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: ধর্মশালায় পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সকালে দিল্লি হয়ে বিকেলে ধর্মশালায় পৌঁছান মাশরাফিরা।

ভারতীয় সময় সকাল ১০.০৫ এ ঢাকা থেকে দলের ফ্লাইট দিল্লি এসে পৌঁছায় দুপুর ১২.২০ মিনিটে। তার পর আবার দিল্লি থেকে বিকেল তিনটের সময় বিশেষ ফ্লাইটে পুরো দল ধর্মশালায় পৌঁছয় ৪.৩০ নাগাদ।

এদিন ধর্মশালায় পৌঁছেই বাংলাদেশ দল বুঝতে পারে তাদের নিয়ে কতটা আগ্রহ তৈরি হয়েছে ভারতের ক্রিকেট ফ্যানদের মধ্যে। আর এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা মাহমুদুল্লাহকে ঘিরেই ছিল সব থেকে বেশি উৎসাহ। সঙ্গে ছিল সেলফির আবদারও। কখনও আটকে যেতে হল মাশরাফিকে আবার কখনও সাকিবকে।

সাকিব যদিও ভারতীয় ফ্যানদের কাছে বাকিদের থেকে অনেক বেশি পরিচিত। অনেকদিন ধরে খেলছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। টানা এশিয়া কাপ খেলে ক্লান্ত পুরো দল। মনোরম পরিবেশে অবশ্য সেই ক্লান্তি অনেকটাই উধাও। মঙ্গলবার থেকেই নেমে পরবে অনুশীলনে।

সামনে টাইগারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই এদিন আর বেশি কথা বললেন না অধিনায়ক। শুধু বলে গেলেল, ‘এশিয়া কাপ ফাইনালে টস হারাটাই ম্যাচ হারার অন্যতম কারণ। ’ বাকিটা অবশ্য ভাগ্য। দল যে লড়াইটা দিয়ে গিয়েছে শেষ পর্যন্ত সেটাই টি২০ বিশ্বকাপে এগিয়ে যাওয়ার টনিক হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।