ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের কোনো সুযোগ নেই: ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
পাকিস্তানের কোনো সুযোগ নেই: ইনজামাম

ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের কোনো সুযোগ নেই বলে জানালেন দেশটির ক্রিকেট কিংবদন্তি ইনজামাম উল হক। এশিয়া কাপের ব্যর্থতাকে মনে করিয়ে দিয়ে সাবেক এই দলপতি এমন মন্তব্য করেন।



এশিয়া কাপে তৃতীয় অবস্থান নিয়ে আসর শেষ করে পাকিস্তান। শহীদ আফ্রিদির নেতৃত্বে খেলা দলটি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায়। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও তৃতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আর নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কা হারায় পাকিস্তান।

বিশ্বমঞ্চের আসরে পাকিস্তানের ঘোষিত দলটিও পছন্দ করেননি ইনজামাম। নিজ দেশের দল নিয়ে তিনি বলেন, এশিয়া কাপে যে দলটি খেলেছে, সে দলটি যদি বিশ্বকাপেও মাঠে নামে তাহলে পাকিস্তানের শিরোপা জেতার কোনোরকম সুযোগ নেই। এই দলে ভালো মানের কোনো ব্যাটসম্যান নেই।

পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার আরও যোগ করেন, ইনজুরি দলটির অবস্থা খারাপ করে দিয়েছে। ভারতের দিকে তাকিয়ে দেখুন তাদের পাইপলাইনে বেশ কিছু দক্ষ ব্যাকআপ ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের সেটি নেই। এমন দল নিয়ে আর যাই হোক শিরোপা জেতা যায় না।

বিশ্বমঞ্চে পাকিস্তান সরাসরি মূলপর্বে খেলবে। বিশ্বসেরার মিশনে তাদের প্রথম ম্যাচে নামতে হবে বাছাইপর্বের গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে। আর বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আসর থেকে যে টাইগারদের বিপক্ষে হেরে পাকিস্তান বিদায় নিয়েছে, বিশ্বকাপের আসরে সেই টাইগারদের বিপক্ষেই মাঠে নামতে হবে ইনজামামের উত্তরসূরিদের।

বাংলাদেশ (যদি মূলপর্বে উঠে) ছাড়াও পাকিস্তানকে খেলতে হবে স্বাগতিক ভারত, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।