ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপেও ফিনিশার ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
বিশ্বকাপেও ফিনিশার ধোনি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দেন মহেন্দ্র সিং ধোনি। শেষদিকে ব্যাটিংয়ে নেমে ছয় বলে ২০ রানের ঝড়ো ‌ইনিংসে সাত বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক।

ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপেও নিজের ভূমিকাটা ফিনিশার হিসেবে থাকবে বলেই নিশ্চিত করেছেন ‘ক্যাপ্টেন কুল’।

এশিয়া কাপ জয়ের পর বিরাট কোহলি তো বলেই দিয়েছিলেন, ধোনিই বিশ্বের সেরা ফিনিশার।

এক সাক্ষাৎকারে ধোনি বলেন, ‘ব্যাটিংয়ে নামার সময় সব সময়ই ভালো বোধ করি। দলের অবস্থা বুঝে ৯০ ভাগ ক্ষেত্রেই আমার খেলার ভূমিকাটা (ফিনিশার) এমনই থাকবে, যেমনটা এশিয়া কাপে খেলেছি। ’

ফিনিশার হিসেবে তো কোহলিও কম যান না। কিন্তু, ধোনির মতে, এ কাজটা লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। এরপরই আসবে কোহলির নাম যিনি টপ অর্ডারে ব্যাটিং করেন।

এ ব্যাপারে ধোনির ভাষ্য, ‘আমার কাছে ফিনিশার হচ্ছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান। কিন্তু, কোহলির মতো কেউ একজন থাকা সব সময়ই ভালো, যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অন্যদের জন্য ম্যাচটা সহজ করে দেয়। বিরাট চমৎকার প্লেয়ার। কিন্তু, একজন ফিনিশারকে ৫, ৬ অথবা ৭ নম্বরে ব্যাটিংয়ে নামানো উচিৎ। ম্যাচ ফিনিশ করার কাজটা লোয়ার মিডল অর্ডারের। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।