ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

১৯তম টি-টোয়েন্টি জয়ের সামনে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
১৯তম টি-টোয়েন্টি জয়ের সামনে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এশিয়া কাপের রেশ শেষ হতে না হতেই ভারতে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের ‍আসরের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

আর এই ম্যাচে দলটির বিপক্ষে জয় তুলে নিতে পারলেই ১৯তম টি-টোয়েন্টি জয় পাওয়া হবে টিম বাংলাদশের।

টি-টোয়েন্টি ফরমেটে এই পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল, যেখানে জয় পেয়েছে ১৮টিতে, হেরেছে ৩৬টিতে আর একটি ম্যাচে কোন ফলাফল হয়নি।    

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর একটি দু’টি করে আরও ১৭টি জয় থলিতে পুড়েছে টিম বাংলাদেশ।
 
টি-টোয়েন্টির ফরমেটে আজ অব্দি টাইগারদের সব চেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে। দলটিকে ৫বার হারিয়ে জয়ের শেষ হাসি হেসেছে বাংলাদেশ। সংখ্যাগত দিক থেকে টাইগারদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ হারের তালিকায় আছে আয়ারল্যান্ড। টাইগাররা তিনবার হারিয়েছে আইরিশদের। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে দুইবার করে হারায় বাংলাদেশ। আর নেদারল্যান্ডস, কেনিয়া, নেপাল, আরব আমিরাত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা লাল-সবুজদের কাছে হেরেছে একবার করে।

সবশেষ বাংলাদেশের জয়টি এসেছে গেল ২ মার্চ সদ্য শেষ শেষ হওয়া এশিয়া কাপে যেখানে টি-টোয়েন্টি ফরমেটে সব সময়ের শক্তিশালী দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ৯ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।