ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যারি মি সাব্বির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ম্যারি মি সাব্বির! ছবি : সংগৃহীত

ঢাকা: সাব্বির রহমান, টাইগার এ মারকুটে ক্রিকেটার যে শুধু মাঠেই আলো ছড়াচ্ছেন তা কিন্তু নয়। তার ‘আলো’ ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও।

তরুণীর হাতের এ লেখাটি তারই প্রমাণ।

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে বুধবার (০৯ মার্চ) নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। ম্যাচে ব্যাটিংয়ের সময় ‘ম্যারি মি সাব্বির’ পোস্টার তুলে দৃষ্টি আকর্ষণ করেন ওই তরুণী। লেখা হাতে ওই তরুণীকে এ সময় বেশ উচ্ছ্বসিতও দেখা যায়।

বিষয়টি নজর এড়ায়নি ক্যামেরাম্যানের। ‘বন্দি’ করে বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের নজরে আনেন।

ক্রিকেটে এ ধরনের লেখার সঙ্গে একসময় বেশ পরিচিত ছিলেন ‘বুম বুম’ খ্যাত অফ্রিদি। পরবর্তীতে তা ‘দখলে’ নেন যুবরাজ সিং। এবার বুঝি সাব্বিরের পালা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।