ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে নাঈম-শান্তরা, রানের মাঝেই শামসুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
পিছিয়ে নাঈম-শান্তরা, রানের মাঝেই শামসুর ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুমিনুল হকের ইস্ট জোনের থেকে ফলোঅনে পড়ে ১১ রান পিছিয়ে নাঈম ইসলামের নর্থ জোন। এদিকে, একই স্টেডিয়ামের মূল ভেন্যুতে মুখোমুখি হওয়া মোশাররফ হোসেনের সেন্ট্রাল জোন ২২৫ রানে এগিয়ে আবদুর রাজ্জাকের সাউথ জোনের থেকে।



আগে ব্যাটিংয়ে নামে ইস্ট জোন আর সেন্ট্রাল জোন। ইস্ট জোন নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৯২ রান। জবাবে, ব্যাটিং বিপর্যয়ে পড়া নর্থ জোন সব উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। এদিকে, সেন্ট্রাল জোন নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তোলে ৪২৫ রান। জবাবে, সব উইকেট হারিয়ে সাউথ জোন করে ৩১২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন দুই উইকেট হারিয়ে আরও ১১২ রান তুললে তাদের লিড গিয়ে দাঁড়ায় ২২৫ রান।

ইস্ট জোনের হয়ে দুই ওপেনার লিটন দাস (০) ও ইয়াসির আলি (২) ব্যর্থ হলেও দারুণ ব্যাট করেন দলপতি মুমিনুল। ১০৫ বলে ১২টি চার আর দুটি ছক্কায় তিনি করেন ৯৪ রান। তাসামুল হক ১৪ রান করে বিদায় নেন। অলোক কাপালি ১৫৪ রান করে বিদায় নেন। ২৯১ বল মোকাবেলা করে অভিজ্ঞ কাপালি ১৯টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি হাঁকান।

সাইফুদ্দিন ২৯ রানে বিদায় নিলেও ৬২ রান করে অপরাজিত থাকেন রাহাতুল ফেরদৌস।

ব্যাটিংয়ে নেমে নর্থ জোন বিপাকে পড়ে। সাইফুদ্দিন আর কামরুল ইসলাম রাব্বির তোপে পড়ে ১৭৩ রান তুলতেই অলআউট হয় তারা। সাইফুদ্দিন ৫টি আর রাব্বি ৪টি উইকেট তুলে নেন। নর্থ জোনের দলপতি নাঈম ইসলাম ৪৫ রান, সাঞ্জামুল ইসলাম ২৫ আর সাকলাইন সজিব অপরাজিত ৩২ রান করেন।

ফলোঅনে পড়া নর্থ জোন তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২০৮ রান। ওপেনার জহুরুল ইসলাম রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আরেক ওপেনার মাইশুকুর রহমান ২২৪ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন। ফরহাদ হোসেন করেন ৭৫ রান। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২৩ রান। ৮ রান নিয়ে অপরাজিত দলপতি নাঈম ইসলাম। ইস্ট জোনের হয়ে দুটি উইকেট তুলে নেন অলোক কাপালি।

এদিকে, প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের হয়ে শতকের দেখা পান রকিবুল হাসান। ১৭৪ বলে ১৩টি চার আর একটি ছক্কায় তিনি ১১৪ রান করে বিদায় নেন। ওপেনার শামসুর রহমান ৩৫ রান করেন। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে কোনো রান না আসলেও শুভাগত হোম ৫৩ রান করে বিদায় নেন। এছাড়া তানভীর হায়দার ৮৪, শরিফুল্লাহ ৬০ রান করেন। ৪৬ রানের ইনিংস খেলেন দলপতি মোশাররফ হোসেন।

সাউথ জোনের হয়ে আবদুর রাজ্জাক একাই ৫টি উইকেট তুলে নেন। ফরহাদ রেজা ও ময়নুল ইসলাম দুটি করে উইকেট পেলেও অভিজ্ঞ স্পিনার সোহাগ গাজী মাত্র একটি উইকেট তুলে নিতে পারেন।

ব্যাটিংয়ে নেমে সাউথ জোন অলআউট হয় ৩১২ রানে। ওপেনার শাহরিয়ার নাফিস ১, এনামুল হক বিজয় ২২ রান করে আউট হন। তিন নম্বরে নামা ফরহাদ রেজা করেন ৬১ রান। তুষার ইমরান ২০ রান করে আউট হলেও তৃতীয় দিন ৪৮ রান করেন মোসাদ্দেক হোসেন। আর ৫৮ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। দলপতি আবদুর রাজ্জাক খেলেন ৫৩ বলে দুটি চার আর চারটি ছক্কায় সাজানো ৪৬ রানের ইনিংস।

সেন্ট্রাল জোন নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে। ওপেনার শামসুর রহমান ৬১, জাবিদ হোসাইন ৫ রান করে বিদায় নেন। ৪২ রান করে মার্শাল আইয়ুব আর ৩ রান করে রকিবুল হাসান অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৬
এমআর

** কাপালির দেড়শো, রাজ্জাকের পাঁচ
** রকিবুল-কাপালির শতক, মুমিনুলের আক্ষেপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।