ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে থাকছে না ‘বল-বয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিশ্বকাপে থাকছে না ‘বল-বয়’ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এমনিতেই ভারতীয় কিছু উগ্র পন্থী দলের কারণে পাকিস্তানের ম্যাচ ধর্মশালা থেকে আনা হয়েছে কলকাতায়।

অন্যদিকে নিরাপত্তা আরও কঠোর করতে স্টেডিয়ামে ‘বল-বয়’ই নিষিদ্ধ করলো আইসিসি।

ক্রিকেটে বল-বয় প্রথা চালু হয়েছে বেশ আগে থেকে। যে কোনও ম্যাচেই বাউন্ডারি লাইনের ধারে এদের বসে থাকতে দেখা যায়। যাদের কাজ হল, বাউন্ডারিতে বল গেলে সেটা আবার মাঠে ফেরত পাঠানো। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসি সেটা আচমকাই নিষিদ্ধ করে দিল।

কারণ কিছু নয়, মাঠের ভেতরে লোকজনের উপস্থিতিকে আরও কমিয়ে ফেলা। টুর্নামেন্ট আয়োজনের প্রথম দিকে বল-বয় নিয়ে কোনও অসুবিধে না থাকলেও সাম্প্রতিকে এ নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে আইসিসি।

এই নির্দেশ শুধু কোন একটি মাঠের জন্য নয়। ভেন্যু হিসেবে ভারতের সব স্টেডিয়ামের জন্য প্রযোজ্য। যা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মাঝেও সংশয় সঞ্চার হতে দেখা গেল। প্রশ্ন উঠছে, এ বার বাউন্ডারি থেকে বল কে ছুড়ে মাঠে ফেরত পাঠাবে? ফিল্ডার? নাকি মাঠের মালিদের দিয়ে কাজ চালানো হবে?

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।