ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কটিশদের হারিয়ে মূলপর্বের পথে জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
স্কটিশদের হারিয়ে মূলপর্বের পথে জিম্বাবুয়ে ছবি : সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে (সুপার টেন) ওঠার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (১০ মার্চ) স্কটল্যান্ডকে ১১ রানে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল হ্যামিল্টন মাসাকাদজার দল।

জিম্বাবুয়ের করা ৭ উইকেটে ১৪৭ রানের জবাবে দুই বল বাকি থাকতে গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস।

নাগপুরে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান দ্রুত ফিরলেও শন উইলিয়ামসের অর্ধশতকে স্কটিশদের ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় তারা।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানে বিপক্ষে হারায় স্কটল্যান্ডের কাছে এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই-ই বটে। কিন্তু, জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে স্কটিশরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৫১ রান তুলে দলের সম্ভাবনা জাগিয়ে তোলেন রিচি বেরিংটন ও প্রেস্টন মমসেন (৩১)।

সর্বোচ্চ ৩৬ রান (৩৯ বলে) করে ১৮তম ওভারের শেষ বলে মাঠ ছাড়েন বেরিংটন। তখনই স্কটিশদের জয়ের স্বপ্নটা ফিকে হয়ে যায়। পরের ওভারে জস ডেভির (১৩ বলে ২৪) বিদায়ে তাদের শেষ আশাটুকুও ভেস্তে যায়।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। পেসার তেন্দাই চাতারা ও ডোনাল্ড তিরিপানা দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট লাভ করেন তিনাশে পানইয়াঙ্গারা ও শন উইলিয়ামস।

এর আগে প্রথমে ব্যাট করমে নামা জিম্বাবুয়ে ১৯ রান তুলতেই দুই ওপেনারের উইকেট হারায়। ভুসি সিবান্দা (৪) ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা (১২) রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ১৯ রান করে আউট হন ওয়ানডাউনে নামা রিচমন্ড মুতুম্বামি।

দারুণ এক ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন উইলিয়ামস। ৩৬ বলে ৫৩ রানের কার্যকরী ইনিংস উপহার দেন ২৯ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া সিকান্দার রাজা ৯, ম্যালকম ওয়ালার ১৩ ও  এলটন চিগুম্বুরার ব্যাট থেকে আসে ২০ রান।

স্কটিশ বোলারদের মধ্যে দু’টি করে উইকেট লাভ করেন আলাসডায়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফইয়ান শরীফ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।