ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের অষ্টম ম্যাচে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

নতুন করে আর বৃষ্টি না হলে দুই দলই ১২ ওভার করে খেলার সুযোগ পাবে।

সকাল থেকেই ধর্মশালায় বৃষ্টি অব্যাহত। ফলে পরিত্যাক্ত হয়ে গেছে নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। এদিকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি নিয়েও তৈরি হয় শঙ্কা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১১ মার্চ
এমআর



** মাঠের পরিচর্যা চলছে, টসে বিলম্ব
** বৃষ্টির চোখরাঙানিতে ম্যাচ বাতিলের আশঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।