ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন জার্সিতে টাইগাররা মাঠে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
নতুন জার্সিতে টাইগাররা মাঠে ছবি: সংগৃহীত

ঢাকা: পুরোই লাল জার্সি, হাতের অংশটুকু সবুজ, মাথার ক্যাপে হালকা সবুজের ছটা, ট্রাউজারটাও লাল- এই হলো বাংলাদেশের নতুন জার্সি। যা পরে আয়ারল্যান্ড বধে মাঠে টাইগাররা।



শুক্রবার (১১ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচে দ্বিতীয় জার্সিতে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। ভারতের হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শুরু হয় খেলা। ব্যাটিংয়ে প্রথমে বাংলাদেশ।

এর আগে বুধবার (০৯ মার্চ) ডাচদের সঙ্গে প্রথম ম্যাচে চিরচেনা সবুজ-লাল জার্সিতে খেলেছিল মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।