ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পয়েন্টে ভাগ বসালো আইরিশরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
টাইগারদের পয়েন্টে ভাগ বসালো আইরিশরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে ব্যাটিংয়ে নেমেও বৃষ্টির কারণে খেলা শেষ করতে পারলো না টাইগাররা। ফলে, ম্যাচ পরিত্যক্ত হয়।

তাতে বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে এক পয়েন্ট লুফে নেয় আইরিশরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো তিন পয়েন্ট।


বৃষ্টির আগে ৮ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। কিন্তু, বৃষ্টি হানায় ম্যাচে আর বল না গড়ালে পরিত্যক্ত হয় ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের অষ্টম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ১৪ ম্যাচ খেলা সৌম্য সরকার ও ৪৮ ম্যাচ খেলা তামিম ইকবাল। তবে, ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌম্য। আউট হওয়ার আগে তামিমকে সঙ্গে নিয়ে ২৮ বলে ৬১ রান তোলেন সৌম্য। ১৩ বলে তিনটি চারের সাহায্যে সৌম্য করনে ২০ রান।

অষ্টম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। পোর্টারফিল্ডের তালুবন্দি হওয়ার আগে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম। তার ব্যাট থেকে আসে তিনটি চার আর চারটি ছক্কা।

তামিম আউট হওয়ার পরই আবারো বৃষ্টি নামে। সাব্বির ৯ বলে একটি ছক্কায় ১৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসে। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা নাসির হোসেনের জায়গায় খেলছেন মোহাম্মদ মিঠুন। আর স্পিনার আরাফাত সানির জায়গায় একাদশে আসেন আবু হায়দার রনি।

একই গ্রুপে থাকা ওমানের সংগ্রহ তিন পয়েন্ট। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সুপার টেন নিশ্চিত করবে। আর সে ম্যাচটিও পরিত্যক্ত হলে রান রেটে এগিয়ে থেকে টাইগাররা পরের পর্বে চলে যাবে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।