ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ভারতের মাটিতে পা রাখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
অবশেষে ভারতের মাটিতে পা রাখছে পাকিস্তান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই নাটকের মঞ্চ। অনেক জল ঘোলা করে অবশেষে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান।

পুরুষ দলের পাশাপাশি পাকিস্তানের নারী দলও তাদের অংশ নেওয়ার খবর নিশ্চিত করেছে।

ভারত সরকার থেকে দীর্ঘ প্রতিক্ষীত নিরাপত্তার প্রতিশ্রুতি পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (১১ মার্চ) লিখিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতে পাকিস্তানের পুরুষ ও নারী ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

লিখিতভাবেই পাকিস্তানকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করে ভারত।

১৫ সদস্যের ক্রিকেটার আর ১২ সদস্যের অফিসিয়ালসহ মোট ২৭ সদস্যের একটি দল পাকিস্তানের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে দীর্ঘ সময় কাটানোর পরে ভারতের বিমানে চেপে বসবে আফ্রিদির দলটি। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় কলকাতায় নামতে যাওয়া পাকিস্তান দলকে ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

টিম পাকিস্তানকে রাখা হবে আলিপুরের তাজ হোটেলে। দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন ওয়াকার ইউনুস এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্তিখাব আলম।

দেশ ছাড়ার আগে ওয়াকার গণমাধ্যমকে জানান, আমরা শুধুমাত্র ১৯ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়েই ভাবছি না। আমাদের প্রতিটি ম্যাচের দিকে দৃষ্টি রাখতে হচ্ছে। প্রথম ম্যাচেই হয়তো বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে হবে।   তারা এ মুহূর্তে বেশ শক্তিশালী একটি দল হয়ে উঠেছে। তাই প্রতিটি ম্যাচকেই আমরা সমান গুরুত্ব দেব।

এর আগে ধর্মশালার নিরাপত্তা নিয়ে পিসিবি আপত্তি তোলায় ভারত-পাকিস্তান (১৯ মার্চ) ম্যাচের ভেন্যু পরিবর্তন করে কলকাতার ইডেন গার্ডেনস নির্ধারণ করা হয়।

সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় নারী দলের বিশ্বকাপে অংশগ্রহণ স্থগিত করেছিল পিসিবি। তবে ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তার লিখিত আশ্বাস পাওয়ায় তারা অংশ নেবে। নারী দলটি চেন্নাইয়ে নামবে। তাদের প্রথম ম্যাচ ১৬ মার্চ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ মিশনে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন আফ্রিদিরা। ১২ মার্চ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে বেঙ্গল টিম ও ১৪ মার্চ ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। মূলপর্বের প্রথমেই তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। কোয়ালিফাইং রাউন্ড টপকাতে পারলে নিজেদের প্রথম ম্যাচেই (১৬ মার্চ) পাকিস্তানের মুখোমুখি হবেন মাশরাফিরা। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।